বৃহস্পতিবার ২২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | সফল 'অপারেশন সিঁদুর', জানালেন দুই মহিলা সেনা আধিকারিক, অধিকার প্রয়োগ করেছে ভারত: বিদেশসচিব

AD | ০৭ মে ২০২৫ ১২ : ১৬Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে বুধবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় হামলা করে ভারত। নাম দেওয়া হয়েছিল 'অপারেশন সিঁদুর'। স্থল-বায়ু-জল তিন সেনা একত্রিত হয়ে এই হামলা করে। মূল্য লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া। সেনার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে কোনও পাক সেনা ঘাঁটিতে হামলা করা হয়নি। এই 'অপারেশন সিঁদুর' নিয়ে সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠক করে ভারতীয় সেনা।

বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশসচিব বিক্রম মিস্রী। এছাড়াও উপস্থিত ছিলেন, উইং কমান্ডার ব্যোমিকা সিংহ এবং কর্নেল সোফিয়া কুরেশি। সাংবাদিক বৈঠকে দুই মহিলা অফিসারের নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৈঠকের শুরুতে ২০০১ সালে সংসদে হামলা, ২০০৮ সালে মুম্বই হামলার মতো নানা ঘটনার ভিডিও ফুটেজ দেখানো হয়।

বিদেশসচিব বলেন, "মুম্বই হামলার পর পহেলগাঁওয়ের ঘটনা সবচেয়ে বড় জঙ্গি হামলা। পরিবারের সামনে পুরুষদের মাথায় গুলি করে মারা হয়েছে। জম্মু ও কাশ্মীরে ফিরে আসা স্বাভাবিক পরিস্থিতিকে নষ্ট করার লক্ষ্যেই এই আক্রমণটি করা হয়েছিল। বিশেষ করে, অর্থনীতির মূল ভিত্তিকে নষ্ট করার জন্যই এই হামলা। জঙ্গি সংগঠন টিআরএফ হামলার দায় স্বীকার করেছে। জইশ, লশকরেরা এই ধরনের ছোট সংগঠনের মাধ্যমে কাজ করে চলেছে। তার বিরুদ্ধই ভারতের এই জবাব।’

বিক্রম বলেন, "পহেলগাঁওয়ের হামলার পর দেশের নানা প্রান্তে ক্ষোভ দেখা দিয়েছিল। তার পর ভারত সরকার কিছু পদক্ষেপ করে। কিন্তু পহেলগাঁওয়ের জন্য ন্যায়বিচার আবশ্যক ছিল। এর পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। উল্টে ঘটনার সঙ্গে যোগাযোগ অস্বীকার করছে। আমাদের কাছে খবর ছিল, ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে। তাই এই প্রত্যাঘাত আবশ্যক ছিল। ভারত নিজেদের অধিকার প্রয়োগ করেছে জবাব দিতে। সন্ত্রাসবাদের কাঠামোকে ধ্বংস করতেই এই হামলা। রাষ্ট্রপুঞ্জ গত ২৫ এপ্রিল পহেলগাঁওয়ের হামলার নিন্দা করে বলেছিল ন্যায়বিচার দরকার। ভারতের প্রত্যাঘাত তার ভিত্তিতেই।"

এরপরেই অপারেশন সিঁদুরের বর্ণনা দেওয়া শুরু করেন কর্নেল সোফিয়া এবং উইং কমান্ডার ব্যোমিকা। তাঁরা বলেন, ''পাকিস্তানে মোট ন’টি ঘাঁটিকে নিশানা করা হয়েছে। সেগুলিকে পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।"

তালিকা প্রকাশ করে দুই সেনা আধিকারিক দেখান কোথায় কেন হামলা চালানো হয়েছে। তালিকা অনুযায়ী, প্রথম নিশানা ছিল শুভান আল্লাহ মসজিদ। সেখানে লস্কর-ই-তইবার ঘাঁটি এবং প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। বিলাল মসজিদে ছিল জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণকেন্দ্র। কোটলির মসজিদে ছিল লস্করের ঘাঁটি। এগুলি সবই ছিল পাক অধিকৃত কাশ্মীরে।

এছাড়াও পাকিস্তানের শিয়ালকোটে, মেহমুনা জোয়া ক্যাম্পে হামলা চালানো হয়েছে। মেহমুনাতে হিজবুলের ক্যাম্প ছিল। পাঠানকোটে এখান থেকেই হামলা হয়েছিল। মুরদিকের মারকাজ তইবায় হামলা করা হয়েছে। এখানেই ২৬/১১-এর জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

যে ক'টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেগুলির প্রতিটির ছবি দেখানো হয় সাংবাদিক বৈঠকে। এরপর তাঁরা বলেন, "কোনও সাধারণ নাগরিকে ক্ষতি করা হয়নি। পাক সেনাঘাঁটিতে হামলা করা হয়নি। প্রযুক্তির সাহায্যে জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করা হয়েছে।


Operation SindoorPahalgam AttackKashmir Terror Attack

নানান খবর

নানান খবর

আলোচনার ডাক বাতাসে মিলিয়ে গেল, রাষ্ট্র পাঠাল গুলি: মাওবাদী বিরোধী অভিযানে প্রতিক্রিয়া সিপিএম-সহ বামপন্থীদের

'অমৃত ভারত' স্টেশনে গেলেই ফ্রি ওয়াই ফাই, আধুনিক ওয়েটিং হল? কী কী সুবিধা থাকছে, দেখে নিন এক নজরে

মায়না ঢুকলেই নিমেষে উধাও! অ্যাকাউন্টে ঢোকে টাকার ছায়া, বেতন গিলে নেয় ভূত, এমন চাকরি শুনলে আপনিও শিউরে উঠবেন

কোভিড আতঙ্ক চরমে, মাস্ক পরতে হবে আগের মতোই, নির্দেশ দিলেন কোন স্বাস্থ্যমন্ত্রী

দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান

২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে

আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন

স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও

চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা

'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস

বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’

ফের ফিরবে লকডাউনের স্মৃতি!‌ দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন  

কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ

ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর

সোশ্যাল মিডিয়া